অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত সংস্কার করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) থেকে নতুন জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাতীয় সংগীত থেকে ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ ফেলে দিয়ে সেখানে ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’ যোগ করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশর বেশি জাতি ও ভাষাভাষীর মানুষেদের গল্প আঁকছি। আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি এবং আজ সেটার ঘোষণা দিয়েছি। আমার বিশ্বাস আমরা লক্ষ্যে পৌঁছাব।

১৭৮৮ সালের ২৬ জানুয়ারি ব্রিটেন থেকে ‘ফার্স্ট ফ্লিট’ সিডনি বন্দরে ভেড়ে। জাহাজের বেশিরভাগ আরোহী ছিলেন কয়েদি এবং সেনা। ওই দিনটির কথা স্মরণ করে প্রতিবছর ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পালন করা হয়, এদিন অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি থাকে। কয়েকটি আদিবাসীগোষ্ঠী অবশ্য ওই দিনকে ‘ইনভেশন ডে’ বা ‘আক্রমণের দিন’ বলে মনে করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //