করোনার টিকা নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটিতে আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এর একদিন আগে জনগণের আস্থা বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রী স্কট সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের এক মেডিকেল সেন্টারে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) দেয়ার মধ্যদিয়ে দেশটির টিকা কার্যক্রম শুরু হয়। এরপর স্বাস্থ্য কর্মী ও অন্য কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে।

এদিকে এবিসির খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড় বড় শহরে টিকাবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেয়। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।

অন্য অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় টিকা কার্যক্রম কয়েক মাস দেরিতেই শুরু হয়েছে। এদিকে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেয়া হয়েছে। তবে তা এখনো দেয়া শুরু হয়নি।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার জন ও মারা গেছে ৯০৯ জন। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //