ক্রাইস্টচার্চ হামলার দুই বছর

দুই বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। ২০১৯ সালের ১৫ মার্চ ভারি অস্ত্র নিয়ে মসজিদে মুসল্লিদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারান্ট। গুলি চালানোর সময় নিজের ফেসবুক আইডিতে সরাসরি ভিডিও প্রচার করেন তিনি। হামলার আগ মুহূর্তে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের পক্ষে বিভিন্ন কথা লেখা একটি ইশতেহারও প্রকাশ করেন। তার বিরুদ্ধে বিচার চলমান রয়েছে।

সোমবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, বর্ণবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্য নিয়ে বিশ্বের এখনো কথা বলা প্রয়োজন।

ওই হামলার দুই বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এর আগেও ভয়াবহ বর্ণবাদের শিকার হতেন আমাদের মুসলিম কমিউনিটির সদস্যেরা।

নিউজিল্যান্ড মুসলমানদের জন্য নিরাপদ কি না, এমন প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এই প্রশ্নের উত্তর আমার একা দেয়ার বিষয় নয়। তবে আমি এটুকু বলতে পারি, এই জায়গাটায় অনেক কাজ বাকি রয়েছে আমাদের।

এ সময় দেশটিতে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হৃদ্যতা বাড়াতে ১০ লাখ নিউজিল্যান্ড ডলার বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //