রেকর্ড বৃষ্টি সিডনিতে, বন্যায় ২১ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যায় দেশটির প্রধান শহর সিডনি প্রায় অচল হয়ে পড়েছে। ইতোমধ্যে আজ মঙ্গলবার (৮ মার্চ) শহরটিতে ৬৬ বছরের রেকর্ড ভেঙে একদিনে ৮২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৫৬ সালে এক দিনে প্রায় ৭৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

শহরটিতে বন্যায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। শহরের প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যেকোনো সময় বাড়ি ছাড়ার সতর্কসীমায় রয়েছেন আরো ২০ হাজার মানুষ।

এদিকে বন্যায় সিডনির এম৫ মহাসড়ক, রোজভিল ব্রিজ, নর্থ রিচমন্ড ব্রিজ, ইয়ারামুন্ডি ব্রিজ, উইন্ডসর ব্রিজসহ অনেক প্রধান সড়ক অচল হয়ে পড়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল-কলেজ। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রাজ্যজুড়ে দুই লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে কর্তৃপক্ষ জানিয়েছে।

সতর্ক করা হয়েছে আরো তিন লাখ বাসিন্দাকে। অতিমাত্রার এ বৃষ্টিতে দেশটির প্রায় সব রাজ্য আক্রান্ত হলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্য।

অস্ট্রেলিয়াজুড়ে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত বন্যায় কেউ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //