ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল: নিউজিল্যান্ডে ৮০০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তান্ডবে বিধ্বস্ত নিউজিল্যান্ড। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় ৮০০ কোটি ডলারের বেশি ক্ষতি হতে পারে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সতর্ক করেছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের চূড়ান্ত ক্ষয়ক্ষতি ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্তদের সাহায্য ও এলাকা পুনর্গঠনের জন্য জরুরি তহবিল ঘোষণা করেছে।

গত ১২ ফেব্রুয়ারি উত্তর নিউজিল্যান্ডে আঘাত হানে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। ঘূর্ণিঝড়সহ অতিবৃষ্টির কারণে দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। লাখ লাখ মানুষ বিদ্যুৎ হারিয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গ্যাব্রিয়েলকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলেছেন। এদিকে, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য হিপকিন্স ১৮ কোটি ৭০ লাখ ৫০ হাজারের তহবিল ঘোষণা করেছেন। 

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাদের সম্প্রদায়গুলোকে পুনরায় সংযুক্ত করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে। পরিকাঠামোর অনেক পরিবর্তন করতে হবে। এর জন্য কঠিন সিদ্ধান্ত প্রয়োজন।

এর আগে সোমবার সকালে নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছিলেন, ২০১১ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ক্রাইস্টচার্চ পুনর্নির্মাণে ৮৪২ কোটি ডলার খরচ হয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে একই রকম খরচ হতে পারে।

এদিকে, হিপকিন্স নিউজিল্যান্ডের জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন। এবার তা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর দ্বীপের হাওয়াক বেতে। দুই হাজার ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ উত্তর দ্বীপে টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি করেছে। ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ৬০টি স্টারলিঙ্ক স্যাটেলাইট যোগাযোগ পুনরুদ্ধার করতে মোতায়েন করা হয়েছে। উত্তর দ্বীপের ১৫ হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিহীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //