Logo
×

Follow Us

বাংলাদেশ

চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলায় গোলাম কুদ্দুসের নিন্দা

Icon

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলায় গোলাম কুদ্দুসের নিন্দা

কবি রাধাপদ রায়। ছবি- সংগৃহীত

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির আহবায়ক গোলাম কুদ্দুছ বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর বাউল ও চারণ কবি রাধাপদ রায়ের ওপর সাম্প্রতিক যে নির্যাতন হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এখনো পর্যন্ত এই ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে সারাদেশে আমাদের সাংস্কৃতিক কর্মী, বাউল শিল্পী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, নারীর প্রতি যে আঘাত হানে একই গোষ্ঠি। এই দুষ্কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের আইনের আওতায় আনা না হলে একই ঘটনা পুনরায় ঘটতে থাকবে।

তিনি বলেন, আজ আমরা উৎসব আয়োজন করছি কিন্তু আমাদের স্বজনদের ওপর হামলার ঘটনা চলবে, এটি আমরা মেনে নিতে পারি না। ঘটনার পরে এতদিন কেটে গেলো, অপরাধী গ্রেপ্তার হলো না৷ আমরা এর নিন্দা জানাই৷ উৎসবের মূল মঞ্চের সামনে আমাদের প্রতিবাদ বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শিত হবে।

ছয় মাস আগে অনানুষ্ঠানিক এক সালিসে বাগবিতণ্ডার জের ধরেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’–খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীর আঘাতে তিনি গুরুতর আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫