Logo
×

Follow Us

বাংলাদেশ

আজ কাল পরশু, অফিস চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৮:৪৩

আজ কাল পরশু, অফিস চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত

আজ রবিবার (২৮ জুলাই) থেকে আগামী পরশু মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত আগামী তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে। ফাইল ছবি

আজ রবিবার (২৮ জুলাই) থেকে আগামী পরশু মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত আগামী  তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল শনিবার (২৭ জুলাই) তিনি এ তথ্য জানান।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে গত বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। 

এরপর গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস। সময় কমিয়ে ঐ দুই দিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন। চলেছে আদালত। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তাই ধীরে ধীরে অফিসের সময় বাড়াচ্ছে সরকার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।  

এদিকে অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫