পার্লারের হোম সার্ভিসে ডেকে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ২৩:১৩
ধর্ষণ। প্রতীকী ছবি।
বিউটি পার্লারের (রূপসজ্জা) হোম সার্ভিসের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক বিউটিশিয়ানকে (২৫) ধর্ষণ করেছে তিন যুবক। পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর শুক্রাবাদে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১২ অক্টোবর) ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যে এরই মধ্যে ঘটনাস্থল শনাক্ত করে জড়িত তিন বন্ধুর নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ধর্ষণের শিকার নারী সাভারে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণী তাকে ফোন করে কাজ করাবেন বলে ধানমন্ডি ২৮ নম্বরে আসতে বলেন। সে অনুযায়ী পার্লার কর্মী ধানমন্ডি ২৮ নম্বরে যান। সেখান থেকে ওই তরুণী পার্লার কর্মী নারীকে শুক্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান।
ওসি বলেন, ওই বাসায় থাকা তিন তরুণ প্রথমে ধর্ষণে ব্যর্থ হয়ে পার্লার কর্মীকে মারধর করেন। পরে তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এতে সহায়তা করেন ডেকে আনা তরুণী। পরে রাতে ওই নারীকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তিনি সাভারে অবস্থানরত তার স্বামীকে খবর দিলে তিনি শুক্রাবাদে আসেন।
পার্লার কর্মী নারীর স্বামী বুধবার বিকেলে জানান, তার স্ত্রী পার্লারের কাজ শিখেছেন। তিনি বাসায় গিয়ে রূপচর্চা সেবা দেন—অনলাইনে এমন একটি বিজ্ঞাপন দিয়েছিলেন।
ওসি ইকরাম বলেন, তারা প্রথমে ঘটনাস্থল খুঁজে না পেয়ে ওসিসি থেকে বুধবার বিকেলে ঘটনার শিকার ওই পার্লার কর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। আসামিদের শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল শেরেবাংলা নগর থানা এলাকায়। ওই থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।
বুধবার রাতে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, থানায় মামলা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
