নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসের অভিযোগে যুবক আটক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাঈদুল ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মাঈদুল উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর ছেলে।

আজ শুক্রবার ভোরে বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তাঁর ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে পোস্ট দেন। এ খবরের সূত্র ধরে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অপরাধের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

উলিপুর থানার ওসি (তদন্ত) আনায়ারুল ইসলাম জানান, রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশপত্র ফাঁস করার অভিযোগে মাঈদুল ইসলাম নামের এক যুবককে আটকের খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি। মামলাও হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //