সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

রাজধানীর সদরঘাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-২। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক দুই জঙ্গি হলেন, বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সালেহ ইমু (২২) ও পেশায় শিক্ষক সহিফুল ইসলাম সাইফ (৩১)।

দুই জঙ্গির আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, আনসার আল ইসলামের দুই জঙ্গি বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় আসছে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল সদরঘাটের লঞ্চ টার্মিনালে আগে থেকে অবস্থান নেয়। পরে দুই জঙ্গি বরিশাল থেকে একটি লঞ্চে করে সদরঘাটের টার্মিনালে নামলে সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটক দুই জঙ্গি আনসার আল ইসলামের প্রচার শাখার সক্রিয় দুই সদস্য। আটক করার সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //