মশা নিধনে ৫ কোটি টাকার সরঞ্জাম কিনবে ডিএনসিসি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ঠেকাতে এডিস নিধনের জন্য পাঁচ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ফগার মেশিন, হস্তচালিত মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক কিনবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যন্ত্রপাতি কেনার ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে দ্রুততম সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য ২০০টি ফগার মেশিন, ১৫০টি হস্তচালিত মেশিন এবং ৪০ হাজার লিটার পাঁচ শতাংশ (রেডি ফর ইউজ) নামক কীটনাশক স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বাজার দরে সংগ্রহ করা হচ্ছে। এ জন্য পাঁচ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে। এক মাসের মধ্যে এসব যন্ত্রপাতি ও কীটনাশক দেশে আসবে।’

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া দেশের জন্য দুশ্চিন্তার বিষয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষার জন্য সরকার ঘরে ঘরে যাচ্ছে। প্রথম দিকে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব যন্ত্রপাতি ও ওষুধ কেনার জন্য টেন্ডার করলে অনেক সময় লাগবে। জাতির কথা বিবেচনা করে, এসব কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা কয়েক দেশ সফর করেছেন। তারা এরপর সিঙ্গাপুর যাবেন। সিঙ্গাপুরের একটি প্রকল্প আছে, মশাকে আকৃষ্ট করে তারা একত্রে মারে। তারা গর্ত করে সব মশা আকৃষ্ট করে সেখানে আনে, তখন সব মশা এক সঙ্গে মারা হয়। আমাদের এখানে আগে মশা তাড়ানো হতো, তাই লাভ বেশি হয়নি। আমরা দেখছি, মোটামুটি পরিবর্তন আসছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন থেকে এসব ক্রয় সংক্রান্ত কোনো প্রস্তাব পাইনি। উত্তর সিটি যেহেতু কিনছে, দক্ষিণও হয়ত কিনবে। মশা মারার এ কার্যক্রম সারা বছর চলবে। শীত বাড়লে মশা এতো থাকবে না। যেখানেই পানি জমবে সেখানেই মশা হবে। তাই পানি যেন জমতে না পারে সে ব্যবস্থা করা হবে। বড় বড় নদীতে স্রোত থাকায় সমস্যা হবে না।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //