সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু মোর্চার সমন্বয়ক রানা দাশগুপ্ত। তিনি বলেছেন, ‘সরকার সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠনের অঙ্গীকার করেছে। কিন্তু যে অঙ্গীকার ঠিক করেনি সেটি হচ্ছে, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি।’

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ২৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংখ্যালঘু মোর্চা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান।

তিনি বলেন, ‘সরকার যদি সংখ্যালঘুদের স্বার্থ নিশ্চিত করতে চায় তাহলে আগামী আড়াই বছরের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি যদি এই অঙ্গীকার বাস্তবায়ন ঘটে, তবে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা অনেক বেশি সুদৃঢ় হবে। আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি আমরা জানিয়েছি। সরকার এই দুইটি বিষয়ে অঙ্গীকার করেছে কিন্তু একটি জায়গায় অঙ্গীকার করেনি। সেটি হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে আমাদের আন্দোলন সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করা হয়েছে। পাকিস্তানি আমলের ২৩ বছরে রাষ্ট্র সাংবিধানিকভাবে আমাদের সংখ্যালঘুদের পরিণত করেছিল। তা থেকে উত্তরণের জন্য আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা জনসংখ্যার দিক থেকে জাতিগত সংখ্যালঘু হতে পারি কিন্তু রাষ্ট্রীয় সংখ্যালঘু হয়ে বেঁচে থাকার জন্য আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করি নাই।’

বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে ড. নিমচন্দ্র ভৌমিক, এ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, নির্মল রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //