কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, পুলিশের দাবি ডাকাত

কুমিল্লার বুড়িচং উপজেলায় থানা ও ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। উপজেলার কোমল্লায় গোমতী নদীর বেড়িবাঁধে রবিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি, নিহতরা সবাই ডাকাত দলের সদস্য। এ সময় বুড়িচং থানার ওসি চার পুলিশও আহত হয়।

নিহত তিনজন হচ্ছেন– কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) ও বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)। 

ঘটনাস্থল থেকে সাতটি মুখোশ, একটি পিস্তল, একটি পাইপগান ও চার রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মাঈনুদ্দিন জানান, গোমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত আহত হয়, অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। এ সময় পিস্তল, পাইপগান, গুলি ও রামদা উদ্ধার করা হয়।

ওসি জানান, নিহতদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //