আগারগাঁওয়ে ইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে, ইভিএমের ক্ষয়ক্ষতি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের বেইজমেন্টে লাগা আগুন নেভানো হয়েছে। রবিবার রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। 

১২ তলা বিশিষ্ট এই ভবনের বেইজমেন্টে রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ভবনের বেইজমেন্টে ‘ইভিএম সংরক্ষণে’র বিশেষ ব্যবস্থার গুদাম রয়েছে। 

ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, মোট ৪ হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। তবে কত ছিল তা বলতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রাত ১১টা ৬ মিনিটে নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে অন্য ইউনিটগুলোও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নেভানো হয়। 

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। তবে অগ্নিকাণ্ডে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন ইসি কর্মকর্তারা। কারণ ভবনের ১১তলায় জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস রয়েছে। বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। 

অগ্নিকাণ্ডের ২০-২৫ মিনিটের মধ্যে এনআইডি জিডি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন ভবনে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষিত লোকবল কাজে নামে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //