ইসিতে আগুনে ক্ষতি ৩ কোটি ৭৭ লাখ টাকা

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় আর্থিক ক্ষতি হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকা।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে থাকা মোখলেছুর জানান, তারা তদন্ত করে এই ক্ষতি ও আগুন লাগার কারণ জানতে পেরেছেন।

তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, এই আগুনে ইভিএম কন্ট্রোল ইউনিট ৫৯টি, ব্যাটারি ৪৭টি, ব্যালট ৭৮৯, মনিটর ১ হাজার ২৩৩ হাজার, ক্যাবল ৫৫৭ সেট, মনিটরের ব্যাটারি ৬৪টি, ল্যাপটপ একটি ও বার কোড স্ক্যানার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত রবিবার রাত ১১টার দিকে ভবনের বেসমেন্ট ইভিএম সংরক্ষণের বিশেষ গুদামে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //