বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় হিরোন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এমএ হামিদ আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

হিরোন আলী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডস্থ খেয়াঘাট এলাকার বাসিন্দা ফজলে আলী হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে হিরোনের বসতঘর থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব-৮। এই ঘটনায় ওই দিনই র‌্যাব-৮ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ ডিসেম্বর হিরোনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মডেল থানার সাবেক এসআই তানজিল আহম্মেদ।

তিনি আরো জানান, মামলায় ১০ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ফেনসিডিল রাখার অপরাধে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা এবং গাজাঁ রাখার অপরাধে ৩ বছর ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //