রংপুর উপনির্বাচন

রংপুর উপনির্বাচন: জাপাকে আসন ছেড়ে দিলো আ.লীগ

রংপুর সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজু। ফলে এই আসনে এখন মহাজোটভুক্ত দলগুলোর মধ্যে শুধু জাতীয় পার্টির সাদ এরশাদই প্রার্থী থাকছেন।

আজ সোমবার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন রেজাউল করিম রাজু। 

রাজুর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহতাব উদ্দিন।

সাহতাব উদ্দিন জানান, রংপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু নিজে এসে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।

গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //