চার দিনের সফরে দুবাইয়ের পথে প্রধানমন্ত্রী

দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা দিয়েছেন।

এই যাত্রার আগমুহূর্তে তাকে বিদায় দিতে যাওয়া মন্ত্রীসহ অন্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ তার বাসায় (গণভবনে) পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে। পেঁয়াজ ছাড়াও তরকারি সুস্বাদু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দুবাই পৌঁছানোর পর বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সেখানে তিনি দুবাই এয়ার শো-২০১৯-সহ বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি সমাঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো— দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা চুক্তি এবং দুবাইতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দসংক্রান্ত প্রোটোকল।

চার দিনের সফর শেষে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //