ডেঙ্গু আক্রান্ত নতুন ১২০ রোগী হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ১২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৭২ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ৯৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪০ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৮০ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১১২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //