‘ব্যয়বহুল’ কক্সবাজার, চাকরিজীবীদের সুবিধা বাড়ছে

কক্সবাজার শহরকে ‘ব্যয়বহুল’ ঘোষণা করেছে সরকার। ব্যয়বহুল ঘোষণা করায় মূলত সরকারি চাকরিজীবীদের বিশেষ বরাদ্দ বাড়বে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার এই ঘোষণা দিয়ে একটি আদেশ জারি করেছে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকা ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, ব্যয়বহুল শহর ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভাতা পাবেন।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের আগমনে সেখানে জীবনযাত্রার ব্যয়ও দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই শহরটিকে ব্যয়বহুল ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //