করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম

মহামারি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলম (৬৫)। 

শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা আক্রান্ত হয়ে তিনি সরকারি জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলেন। মোরশেদুলের শরীরে হার্টে রিং পরানো ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, 'আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগে থেকেই তার অবস্থা খুব জটিল ছিল। হার্টে রিং পরানো ছিল। হাসপাতালে ভর্তি হয়েছেন একদিন আগে বৃহস্পতিবার। কিন্তু মারা গেছেন শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে।'

মোরশেদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। সীতাকুণ্ডের এমপি দিদারুল আলমের বেয়াই। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, 'আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগে থেকেই তার অবস্থা খুব জটিল ছিল। হার্টে রিং পরানো ছিল। হাসপাতালে ভর্তি হয়েছেন একদিন আগে বৃহস্পতিবার। কিন্তু মারা গেছেন শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে।'

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //