করোনামুক্ত হলেন মন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার (২৪ জুন) তিনি সিএমএইচ থেকে রাজধানীর হেয়ার রোডের বাসায় উঠেছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

তিনি বলেন, মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় বুধবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তিনি হেয়ার বোডের বাড়িতে উঠেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ জুন উশৈসিংকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচে আনা হয়। 

বিকেল ৪টার দিকে নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে মন্ত্রী মহোদয় বাসায় আসছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এবং অন্য কোনো সমস্যা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।

সরকারের বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হলেও মহামারি এ ভাইরাসে প্রথম আক্রান্ত হন পার্বত্যমন্ত্রী। 

এছাড়াও আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোজাম্মেল হক। আর বাণিজ্যমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসধীনেআছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //