রিজেন্ট এমডির ভায়রাসহ দুইজন রিমান্ডে

আলোচিত রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার গাড়ি চালক মাহমুদুল হাসানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মাদক আইনের মামলায় শুক্রবার (১৭ জুলাই) তাদের ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মনিকা খান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার আশুলিয়া নরসিংপুর এলাকায় জালালী ও মাহমুদুলকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারের সময় তাদের কাছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষরসহ ৪৮টি ব্যাংক চেক এবং গাড়িতে ১০ বোতল ফেনসিডিল ও ২১২০টি ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব। এই মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে ওই দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রিজেন্টের এমডি মাসুদকে উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত।

ইতিমধ্যে করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //