ভিয়েতনাম থেকে ফিরেছেন ১১৩ বাংলাদেশি

ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ১১৩ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। ভিয়েতনাম ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব যাত্রী ভ্রমণ করেন। ফলে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।  

ভিয়েতনাম ছাড়াও কেভিড-১৯ কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মাস্কাট, দোহা ও ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //