মারা গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জিয়াউদ্দিন তারিক আলীর ভাগনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা আহমেদ। তবে, দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মালিহা।

জানা যায়, তারিক আলী মরণোত্তর দেহদান করে গেছেন।

এদিকে, করোনা রোগীর দেহদান করা যাবে কি-না? এই ব্যাপারে পরিবার ও চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //