মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় গ্লোব বায়োটেকের টিকা

করোনা ভ্যাকসিনের গবেষণার কাজ শেষ করেছে দেশের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান-গ্লোব বায়োটেক। তাদের করোনা ভ্যাকসিন প্রাণিদেহে ভাইরাস প্রতিরোধ সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। 

তিন ধাপে মানবদেহে পরীক্ষা শেষে আগামী ৫ মাসের মধ্যে ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে আশাবাদী গ্লোব বায়োটেক।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এই দিনই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেশি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। ২ জুলাই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রথম ধাপে ৫টি খরগোসের ওপর ভ্যাকসিন প্রয়োগে সফলতা দাবি করছে তারা।

দ্বিতীয় ধাপে ৩৯টি ইদুরের ওপর ভ্যাকসিনের প্রয়োগ হয়। এতেও কাঙ্ক্ষিত সফলতা দাবি করছে গ্লোব বায়োটেক। তারা বলছে, বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য দায়ী ডি৬১৪জি ভেরিয়েন্টের বিরুদ্ধে তাদের টিকাই বিশ্বে প্রথম। এর নাম দেয়া হয়েছে ব্যানকোভিড।

গ্লোব বায়োটেকের দাবি, টিকা উদ্ভাবনের কাজ শেষ। এখন মানবদেহে পরীক্ষার পালা। তার আগে কনটাক্ট রিসার্চ অর্গানাইজেশন-সিআরও'র মাধ্যমে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করতে হবে। এরপর তিন ধাপে চলবে ট্রায়াল। এতে সময় লাগবে পাঁচ মাস।

টিকার ট্রায়াল দ্রুত শেষ করতে সরকারের সহযোগিতা চায় গ্লোব বায়োটেক। যা বিদেশে রপ্তানিও করতে চায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হতে আবেদন করেছে গ্লোব বায়োটেক। বিশ্বে ২০০টির বেশি করোনা টিকার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //