করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৩  জনে।

এসময়ের মধ্যে নতুন করে এক হাজার ৩০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জনের। 

এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।

আজ রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও চারজন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন, রংপুরে একজন ও রাজশাহীতে একজন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়- ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ৬০ বছরের ওপরে ১৬ জন রয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৭৫৭টি ও পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //