ড্রেস কোড নির্ধারণ

ড্রেস কোড নির্ধারণ: জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের হিজাব এবং পুরুষদের টাখনুর উপর পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম। বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষদের জন্য এই ‘ড্রেস কোড’ নির্ধারণ করে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস চলাকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোন সাইলেন্ট/বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাখনুর উপরে এবং মহিলাদের হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরতে হবে। একই সঙ্গে পর্দা মেনে চলারও নির্দেশ দেয়া হয়।

কর্মরতদের ড্রেস কোড নির্ধারণ করে দেয়ার এই ঘটনায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে আগামী তিনদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (পার-দুই) শারমিন আক্তার জাহানের সই করা শোকজ নোটিশে বলা হয়, ‘আপনি পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা নিজ স্বাক্ষরে গত ২৮.১০.২০২০ তারিখের ৯২৭ সংখ্যক পত্র অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো—মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।’

‘এমতাবস্থায় অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো মর্মে জারিকৃত বিজ্ঞপ্তিটি কোন বিধি বলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে, তার স্পষ্টিকরণ ও ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //