সরকারি গাড়ি কেনা বন্ধ আরো ৬ মাস

পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে আরো ছয় মাস সব প্রকার যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির কারণেই এ সিদ্ধান্ত নিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। 

সম্প্রতি (গত ৩ ডিসেম্বর) স্থগিতাদেশ দিয়ে অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা-৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কভিড-১৯ এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ সাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের পরিপত্রের ধারাবাহিকতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ে আওতায় সব ধরনের নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাইয়ে জারি করা পরিপত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ি কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //