নির্মাণাধীন সেতুধস দুঃখজনক: সচিব

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ধসে কোন্দানালা সেতু শুক্রবার বিকেলে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

তিনি বলেন, পাঁচটি গার্ডার ধসে সেতুটি খালে পড়ে যাওয়ার এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। সেতুটি ধসে পড়ার ঘটনা দুঃখজনক। গার্ডার বসানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।

এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানিয়ে সচিব বলেন, সেতুগুলোর কাজের মান নিশ্চিতে তদারকি আরো বাড়ানো হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎফল সামন্ত, সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি ১ মার্চ ভোরে হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে পাঁচটি গার্ডার ভেঙে খালে ধসে পড়ে। এ ঘটনার পর এলাকাবাসী নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। এরপর দুটি কমিটি গঠন করা হয়। একটি কমিটি সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে এবং অপরটি সওজ অধিদফতরের পক্ষ থেকে করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //