৪১ লাখের বেশি টিকাগ্রহণ

দেশে এখন পর্যন্ত ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন এবং নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৮৭২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতর বলছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ চার হাজার ৯৯০ জন। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৯৯০ জনের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ জন এবং নারী ৩৯ হাজার ২৩১ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //