করোনা শনাক্তের রেকর্ড, ৭ মাসে সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ও মৃতের সংখ্যা আরো বেড়েছে। 

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এসময়ে কভিড-১৯ শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।  

এর ফলে সংক্রমণের হার বেড়ে ১৯ দশমিক ৯০ এ দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবারও সংক্রমণের হার ছিল ১৮ দশমিক ৯৪।

এছাড়া ২৪ ঘণ্টায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। যা গত সাত মাসের সর্বোচ্চ মৃত্যু। গত বছরের ২৮ আগস্টের পর এটিই সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৪৬ জনে।

গত একদিনে হাসপাতাল ও বাসা থেকে চিকিৎসা নিয়ে আরো ২ হাজার ২২১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে।   

আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে ২৬ হাজার ৬৭১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৬ হাজার ৯৩১টি নমুনা।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমকি ৭৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //