মার্চে সড়কে ঝরেছে ৫১৩ প্রাণ

মার্চ মাসে দেশে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৩ জন ও আহত হয়েছেন ৫৯৮ জন। নিহতের মধ্যে নারী ৭৮ জন ও শিশু ৬৩ জন।

সোমবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে সর্বোচ্চ ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৭ জন। সড়ক দুর্ঘটনাগুলোর সময় ১৩৬ জন পথচারী নিহত হয়েছেন। এ সময় দুইটি নৌ-দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। ১৫টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৯টি দুর্ঘটনায় নিহত ১৩৬ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে। ২১টি দুর্ঘটনায় নিহত ২৬ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ জেলায় ১৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম বাগেরহাট জেলায়। সেখানে একটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ৪০৬টি দুর্ঘটনায় ৫১৭ জন নিহত হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //