আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সাড়ে ৮ কোটি দেবে জাপান

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার) সহায়তার ঘোষণা দিয়েছে জাপান সরকার। এই অর্থ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।

এতে বলা হয়েছে, চলতি মাসের ৮ এপ্রিল জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দেবে। আর এই অর্থ জাপানের আন্তর্জাতিক জরুরি মানবিক সাহায্য সংস্থা জাপান প্লাটফর্মের মাধ্যমে দেয়া হবে। সহায়তার এ অর্থ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে ব্যবহার করা হবে।

জাপান দূতাবাস জানায়, ২০১৭ সাল থেকে এখন অবধি রোহিঙ্গাদের সহযোগিতায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে দেশটি।

গত ২৪ মার্চ উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ ক্যাম্পে আগুন লাগে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে। ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৯ হাজার ৩০০ বসতঘর এবং আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //