এখন করোনা রোগীরা আগের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করছেন : আইইডিসিআর

দেশে করোনাভাইরাসের তীব্রতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।  হাসপাতালে ভর্তি হওয়া করোনায় রোগীরা আগের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃক প্রকাশিত দেশের কোভিড-১৯ পরিস্থিতির উপর একটি প্রতিবেদনে এটি বলা হয়।

গতকাল (১৭ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২৮ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত  কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার ছিল ৪৪%। মৃত রোগীদের মধ্যে ৪৮% হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিনের মধ্যে মারা গেছেন। ১৬% মৃত্যুবরণ করেন ভর্তির ৫-১০ দিনের মধ্যে।

মৃতদের মধ্যে ৫২% উপসর্গ শুরুর ৫ দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এ ছাড়া গত বছরের জুলাই মাসে যখন কোভিড-১৯ সংশ্লিষ্ট মৃত্যুহার ছিল সর্বোচ্চ। সে সময়ে নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ছিল ১:৩.৫। এ বছরের এপ্রিলে এসে দেখা যাচ্ছে যে, নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ১:২.২৩। অর্থাৎ গত বছরের চেয়ে নারী অধিক হারে মৃত্যুবরণ করছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //