আরো ৬ লাখ ডোজ টিকা দেবে চীন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীন উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা দেবে।

শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানায়, শুক্রবার (২১ মে) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

দূতাবাস বলছে, বাংলাদেশের করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশে ভ্যাকসিনের চাহিদা নিয়ে অবগত আছে চীন। দেশে-বিদেশে টিকার স্বল্পতা ও চাহিদা সত্ত্বেও কয়েকদিন আগেই বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দিয়েছে চীন। এরইমধ্যে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি, যা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। মহামারি মোকাবেলায় ভবিষ্যতে চীন বাংলাদেশের পাশে থাকবে।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //