শনাক্তের হার ২০ শতাংশ ছাড়াল

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ৭২৭ জনের দেহে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ পাঁচ হাজার ৭৫টি।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, এ পর্যন্ত দেশে করোনায় ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

এর আগে গতকাল মঙ্গলবার ও তার আগের দিন সোমবার পরপর দুইদিন করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১৯ শতাংশের ওপরে।

মঙ্গলবার করোনাভাইরাস শনাক্তে সারাদেশে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা শনাক্ত হয় চার হাজার ৮৪৬ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের ছিল হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //