রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লার প্রথম চালান পাঠাল ভারত

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য সুন্দরবন হয়ে নদীপথে কয়লার প্রথম চালান বাংলাদেশে পাঠিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, শুক্রবার এসএমপি (শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর) কলকাতার নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার টন কয়লা বাংলাদেশে রফতানি করা হয়েছে। 

সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।

৩ হাজার ৮০০ টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়।

জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রফতানিকারক।

এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে দ্য হিন্দু বলছে, এসএমপি কলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার টন ভারতীয় বাংলাদেশে যাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ‌্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

তেল-গ‌্যাস খনিজ সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পর সুন্দরবন রক্ষা কমিটির ব‌্যানারে আরেকটি নাগরিক কমিটি আন্দোলন করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //