নিবন্ধন করেও এসএমএস না পেলে যেখানে মিলবে টিকা

করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করে যারা এখনও এসএমএস পাননি, তারাও টিকা নিতে পারবেন। রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত নয়টি কেন্দ্রে গিয়ে এসএমএস না পাওয়া মানুষ ছয় দিন টিকা নিতে পারবেন।

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৭ আগস্ট) জানায়, ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নয়টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। যা চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। তবে এই সেবা নিতে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নম্বরটি সংগে নিতে হবে।

এসএমএস না পেলেও যে নয় কেন্দ্রে টিকা নেওয়া যাবে:
# ঢাকায় উত্তর সিটি করপোরেশনের অধীনে বাড্ডার নুরের চালা সরকারি স্কুল ও শহীদ তুর্য প্রাথমিক বিদ্যালয়।

# দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে পল্টন কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস।
# ধানমণ্ডি রোড ৮/এ-তে ডিঙ্গি।
# ধানমন্ডি সার্কুলার রোডের ভুতের গলিতে ধানমণ্ডি কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস।
# হাতিরপুল কাঁচাবাজার কাউন্সিলর অফিস (১৫৮/১, এলিফ্যান্ট রোড)।
# সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সে কাউন্সিলর অফিস।
# নারিন্দায় ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টার এবং ডেমরায় এম এ সাত্তার হাই স্কুল

প্রতিকেন্দ্রে দিনে ৩৫০ জনকে টিকা দেওয়া হবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করেছেন, কিন্তু এসএমএস পাননি, তারা এই কেন্দ্রগুলোতে টিকা দিতে পারবেন। নারী, বয়স্করা, এবং শারীরিক/মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এই কেন্দ্রগুলোতে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে এবং টিকা কার্ডে পরবর্তী ডোজ টিকা দেওয়ার তারিখ লিখে দেওয়া হবে।

সরকার শনিবার থেকে ছয় দিনে দেশের ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //