অঝোরে কাঁদলেন পাপন

প্রয়াত মা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের কথা স্মরণ করতে গিয়ে অঝোরে কেঁদেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর বনানীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দৃশ্যের অবতারণা হয়।

পাপন বলেন, ‘আমার কাছে আম্মা ছিল বিশেষ কিছু। আমি আজকে কী, এটাতো আম্মা দেখে গেলো না। সেতো কিছুই জানে না! সবচেয়ে খারাপ লাগে আমি এত মানুষের চিকিৎসা করি, যেহেতু ৩৫ বছর ধরে ওষুধ কোম্পানির সঙ্গে জড়িত, তারপরও আমি আম্মার কোনও চিকিৎসা করাতে পারলাম না। একটা ওষুধ নেই, ডাক্তার নেই। কোনো প্রাইভেট ক্লিনিকে কিংবা হাসপাতালে নিয়ে যাব সেটারও উপায় নেই। এমন জঘন্য কাজ কোনো মানুষের পক্ষে কীভাবে সম্ভব, ভেবে পাই না।’

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান আজকের দিনে মারা যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসানের মা আইভি রহমান। আজ মঙ্গলবার মায়ের কবরে শ্রদ্ধাঞ্জলি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না নাজমুল হাসান।

পাপন বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে যখন দেখি টেলিভিশনে সেই ঘাতকদের পক্ষ নিয়ে অনেকেই সাফাই গায়, মিথ্যাচার করে। তখন আমার কাছে কেমন লাগে বলেন? যারা এভাবে মানুষকে হত্যা করতে চায়, আল্লাহ তাদের বিচার করবেন। আমি শুধু এটাই চাই, যারা এভাবে মিথ্যাচার করছে আল্লাহ তাদের বিচার করবেন।’

বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, সেভাবে গ্রেনেড হামলাকারীদেরও বিচারের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে ভেবেছিল এর বিচার হবে না। হয়েছেতো, সময় লাগলেও হয়েছে। আসলে এ ধরনের অপরাধ যারা করেছে, তাদের বিচার অবশ্যই হবে। আমার পূর্ণ আস্থা রয়েছে আল্লাহর ওপর, এরপর জননেত্রী শেখ হাসিনার ওপর। উনি যখন বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, হয়তো পলাতক অনেককে দেশে ফিরিয়ে আনতে পারেননি। আমার দৃঢ় বিশ্বাস এই গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করি, দ্রুততম সময়ে আমরা রায় জানতে পারব।’

নাজমুল বলেন, ‘শুধু আমার আম্মা নয়, শতশত মানুষ পড়ে কাতরাচ্ছে, কোনো চিকিৎসা দেবে না। মেরে ফেলতেই হবে, এই যে মনোভাব এইটা কোনোদিন চিন্তাই করা যায়। একদিন তাদের বিচার হবেই হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //