৫ কোটি ৭০ লাখ মানুষ টিকার আওতায়

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহণকারী মোট ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ২৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা ১ লাখ ৭২ হাজার ৭২৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৯১২ জন এবং নারী ১ লাখ ৫৩ হাজার ৬৯৬ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৮০ জন এবং নারী ৮১ হাজার ৪৪৭ জন।

আজ পর্যন্ত দেশে টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৫২৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২০৬ জন নিবন্ধন করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //