একদিনে ৫৭ লাখ টিকাদান

গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশে গত একদিনে সর্বমোট (গণ ও নিয়মিত মিলিয়ে) টিকা নিয়েছেন ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ২৬২ জন এবং দ্বিতীয় ডোজ ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের হিসাবে, দেশে মোট ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯২৭ ডোজ টিকা দেওয়া শেষ হলো। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭২ জন এবং দ্বিতীয় ডোজের ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নেওয়া ২ লাখ ৪৭ হাজার ২৬২ জনের মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৯৬২ জন এবং নারী ১ লাখ ২৫ হাজার ৭০০ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারী ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জনের মধ্যে পুরুষ ২৬ লাখ ৬১৪ জন এবং নারী ২৮ লাখ ৪৩ হাজার ৫৫২ জন।

বুধবার (২৭ অক্টোবর) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ৫ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ১৮৭ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৫৭৪ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৮ লাখ ৩৮ হাজার ৬১৩ জন নিবন্ধন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //