দুই মাসে সড়কে ঝরল ৮৪৬ প্রাণ

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮৪৬ জনের মৃত্যু এবং একহাজার ৫৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, ৩০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১৯৪ জন পথচারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান


এছাড়া ১৭টি নৌ-দুর্ঘটনায় ২৮ জন এবং ৩২টি রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন।

সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলছেন, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে।

তিনি বলেন, পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলেন না, তেমনি যানবাহনগুলোও বেপরোয়া গতিতে চলাচল করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //