শিক্ষার্থীদের সর্বনিম্ন হাফ ভাড়া কত?

মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া কত হবে, সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। এই সুযোগে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা আদায় করছেন।

এদিকে, বেশির ভাগ ক্ষেত্রে অর্ধেক ভাড়া নেওয়া হলেও বিপত্তি বেধেছে সর্বনিম্ন ভাড়া নিয়ে। যেখানে অন্য যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ টাকা নেওয়া হচ্ছে না।

জানতে চাইলে ১৩ নম্বর বাসের হেল্পার লিটন বলেন, ‘১০ টাকার নিচে তো কোনো ভাড়া নাই। এটা সরকার ঠিক করে দিছে। ১৫ টাকার ভাড়ায় ছাত্রদের কাছে ১০ টাকা রাখি, আবার ২০ টাকার ভাড়ায় ১০ টাকাও রাখি।’

রাজধানীর আজিমপুর থেকে সিটি কলেজ যেতে ১৩ নম্বর বাসে উঠেছেন জুবায়ের রহমান। এই পথের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারিত ১০ টাকা। শিক্ষার্থী হলেও জুবায়েরকে ১০ টাকা ভাড়াই দিতে হলো। সিটি কলেজের এই শিক্ষার্থী ক্ষোভ নিয়ে বলেন, ‘তাহলে আমার জন্য হাফ ভাড়া হলো কই?’

তানজিল পরিবহন বাসের চালকের সহকারী মোমেন জানান, ফার্মগেট থেকে মিরপুর-১০ পর্যন্ত সরকার ১৫ টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে তারা নিচ্ছেন ১০ টাকা। অনেকে পাঁচ টাকা ভাড়া দিতে চায়। পাঁচ টাকা নিতে না চাইলে ও পরিচয়পত্র দেখাতে বললে অনেকে দুর্ব্যবহার করে।

আজিমপুর থেকে গাজীপুর রুটে চলাচল করা ভিআইপি বাসের চালকের সহকারী রফিক বলেন, ‘ছাত্রদের কাছ থেকে ৪০ টাকার ভাড়া ২০ টাকা, ২০ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। যারা স্কুল-কলেজের পোশাক পরা তাদের পরিচয়পত্র দেখতেও চাই না।’

ঢাকা কলেজের ছাত্র আরেফিন বলেন, ‘ছাত্র বললে হাফ ভাড়া রাখছেন। তবে আমরা তো পুরো দেশের ছাত্রদের জন্য হাফ ভাড়ার দাবি করেছি। সেটা না মেনে শুধু ঢাকায় হাফ পাস দেওয়া হয়েছে।’

রামপুরায় হাফ ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালু করতে হবে। তা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //