সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল আর নেই

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহমুদন্নবী উজ্জ্বল (৪৪) আর নেই। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিন উদ্দিন মানিক বলেন, মাহমুদন্নবী উজ্জ্বল দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, পিতা-মাতা, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলার তেরখাদা থানারব পানতিতা গ্রামের সন্তান অ্যাডভোকেট মাহমুদন্নবী উজ্জ্বল ২০১৯ সালে ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখার সভাপতি ছিলেন এবং বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ যুবলীগ শেরেবাংলা নগর থানার আইন সম্পাদক হিসেবে দায়িত্ব করছিলেন। তার বাবা অ্যাডভোকেট গোলাম মোর্তজা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। দাদা মরহুম এ এফ এম আবদুল জলিল ছিলেন এম. এল. এ ও হুইপ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //