মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন। আজ শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, আমরা খুবই সতর্ক আছি। হোয়াটসঅ্যাপসহ সবকিছু মনিটরিং করছি। ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর জন্য দুইজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২। আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি। যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয়েছে সেসব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখেছি।
পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করছি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অভিভাবকদের বলবো করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব যেন মেনে চলেন।
বিষয় : মেডিকেল ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh