মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

চলতি ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত ২০-২১ অর্থবছরে যা ছিল দুই হাজার ৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। 

একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

আজ মঙ্গলবার (১০ মে) নগরীর এনইসি সভায় একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

২০২০-২১ অর্থবছরের তুলনায় এ বছর (২০২১-২২) মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২১ হাজার ৭৩২ কোটি টাকা। মার্চ পর্যন্ত মাথাপিছু আয়-এর এই হিসাব (সাময়িক) প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছরের শেষে মানুষের মাথাপিছু আয় ছিল ২৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। এই অর্থবছর শেষে সেটি হবে ২৮২৪ ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এর আগের অর্থবছর ২০১৯-২০-এ মাথাপিছু আয় ছিল ২৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯  টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //