৪ দিনের অভিযানে বন্ধ হলো ১১৪৯ অবৈধ ক্লিনিক-হাসপাতাল

মাত্র চার দিনের অনিবন্ধিত ক্লিনিক বিরোধী চলমান অভিযানে সারাদেশে এক হাজার ১৪৯টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সারাদেশে এক হাজার ১৪৯টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ২৮৬টি প্রতিষ্ঠান। যেখানে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১৩টি প্রতিষ্ঠান।

এছাড়া ঢাকার বাইরে বন্ধ করা ৮৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে ২৮৬টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি এবং খুলনায় রয়েছে ৩০৩টি।

৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে গত ২৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পক্ষ থেকে চারটি নির্দেশনা জারি করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //