জনশুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ রাষ্ট্রপতির

দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনার সময় যেন নির্ভুল তথ্য সংগ্রহ করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার (৭ জুন) বঙ্গভবনে সন্ধ্যায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করে তিনি এ নির্দেশ দেন।

১৫ জুন থেকে সারা দেশে শুরু হবে জনশুমারি ও গৃহগণনা। যা চলবে ২১ জুন পর্যন্ত। ওই সময় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ।’

শুমারি কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, দুই মন্ত্রণালয়ের সচিব এবং রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //