সারাদেশে গত
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না হলেও একলাফে শনাক্ত বেড়েছে। এদিন
আরো ৫৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ
পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। শনাক্তের হার
৭ দশমিক ৩৮ শতাংশ।
মোট মারা যাওয়ার
সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।
রবিবার (১৯
জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫
হাজার ৮০৭ জন।
২৪ ঘণ্টায় ৮
হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। মহামারীর শুরু থেকে এপর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক
৭৫ শতাংশ।
২০২০ সালের
৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ
দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন
সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বিষয় : করোনাভাইরাস শনাক্ত
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh